-কৃষ্ণচন্দ্র মজুমদার
চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে ?
কি যাতন বিষে, বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে!
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম ।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম ।